New Update
/anm-bengali/media/post_banners/r0C4TIbqG3RUosbFjwS8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কীভাবে শুরু হয়েছিল ভূত চতুর্দশী? এই পিছনে পূরাণ মত রয়েছে বলে শোনা যায়। মনে করা হয়, বলি রাজাকে পরাজিত করতে অবতীর্ণ হয়েছিলেন দেবতা বিষ্ণু। তিনি তাঁর দুটি পায়ের একটি মর্ত্যে এবং অন্যটি রেখেছিলেন স্বর্গে। আরেকটি পা বেরিয়ে এসেছিল তাঁর নাভি।
​
সেটি রেখেছিলেন সেই বলি রাজার মাথায়। এরপরেই পাতালে প্রবেশ করেছিলেন দৈত্যরাজ বলি। মহাবলি মৃত্যুহীন প্রাণ। পরাজিত করার পর বলিকে কিছুটা করুণা প্রদর্শন করেছিলেন বিষ্ণু। প্রতি বছর রাক্ষস রাজের ও তাঁর সঙ্গীদের পৃথিবীতে পুজো করার কথা বলেন, সেই থেকে শুরু হয়েছিল ভূত চতুর্দশী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us