আসাম তথা উত্তরপূর্বের উন্নয়ন বিজেপির দ্বারাই সম্ভব: জেপি নাড্ডা

author-image
Harmeet
New Update
আসাম তথা উত্তরপূর্বের উন্নয়ন বিজেপির দ্বারাই সম্ভব: জেপি নাড্ডা


নিজস্ব সংবাদদাতা: আসাম তথা উত্তরপূর্বের উন্নয়ন বিজেপির দ্বারাই সম্ভব বলে দাবি করেছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি দাবি করেন, কংগ্রেসের আমলে আসাম পিছিয়ে পড়া রাজ্যগুলির মধ্যে অন্যতম ছিল। 

your image

তবে বর্তমানে আসাম উন্নয়নশীল রাজ্যগুলির শীর্ষে। বিজেপির আমলে আসামে একের পর এক উন্নয়ন হয়ে চলেছে বলে জানিয়েছেন জেপি নাড্ডা। উল্লেখ্য, আসামের গুয়াহাটিতে দলের রাজ্য অফিস উদ্বোধনে উপস্থিত হয়েছেন জেপি নাড্ডা।

your image