নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হামলা। এবার মার্কিন ফুটবল ম্যাচের মাঝে গ্যালারিতে এলোপাথাড়ি বন্দুক চালায় দর্শকের সাজে বসে থাকা এক বন্দুকবাজ। বন্দুকবাজের হামলায় মাঠেই তিনজনের মৃত্যু হয়। ওহিয়োর টোলেডোতে এক মার্কিন ফুটবল ম্যাচের মাঝে বন্দুকের আওয়াজে কেঁপে ওঠেন সবাই।
গ্যালারি থেকে আসা আওয়াজে থেমে যায় ম্যাচ। বন্দুকবাজের গুলির আঘাত থেকে বাঁচতে বহু দর্শক ছুটতে ছুটতে মাঠে ঢুকে পড়েন। গুলির আঘাতে তিনজন দর্শক মাটিতে লুটিয়ে পড়েন।