New Update
/anm-bengali/media/post_banners/Pc9Pgcf9sIsprulnmqKj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চলতি ইন্ডিয়ান সুপার লিগে পথ চলা শুরু করছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে লাল হলুদ ব্রিগেডের প্রথম একাদশ। প্রথম একাদশে রাখা হয়নি এলিয়ান্দ্রোকে।
Here's how we line up for the #HeroISL season opener against the Blasters! 🔴🟡
কেরলের বিপক্ষে আজকের ম্যাচের জন্য দেখে নিন আমাদের প্রথম একাদশ! ⬇️#JoyEastBengal#KBFCEBFC#LetsFootball#আমাগোমশালpic.twitter.com/LTsltHfozZ— East Bengal FC (@eastbengal_fc) October 7, 2022
ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক হচ্ছে বাংলার তুহিন দাসের। এবারের সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে নজর কেড়েছিলেন তিনি। এরপর লাল হলুদ শিবিরের রিজার্ভ দল থেকে উঠে এসেছিলেন প্রথম স্কোয়াডে। এবার আইএসএলে অভিষেক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us