New Update
/anm-bengali/media/post_banners/XY7GP3YyHDcD3RfZH6Rx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও রাজ্যজুড়ে আয়কর দফতরের আধিকারিকদের হানা। জানা গিয়েছে, শুক্রবার উত্তরপ্রদেশের এক সফট ড্রিঙ্ক ডিস্ট্রিবিউটরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। লখনৌ, নয়ডা, আগ্রা ও বারাবাঁকিতে এই তল্লাশি অভিযান চলছে বলে সূত্র মারফত শোনা গিয়েছে। শুক্রবার সকালে তাজ শহর আগ্রার লাজপত কুঞ্জে কোকা কোলা কোম্পানির ডিস্ট্রিবিউটর, ফ্র্যাঞ্চাইজি এবং কোকা কোলা কোম্পানির বোতল বিক্রেতা গুলাব চাঁদ লাধানির কোঠিতে হানা দেয় আয়কর দল। দলের সঙ্গে ছিল পুলিশ বাহিনীও। দলটি এখানে কার্যক্রম শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us