New Update
/anm-bengali/media/post_banners/35Ln8vjweIZedratm3jV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শিবাশক্তি নারায়ণন তাঁর অবিশ্বাস্য পারফরম্যান্সের দৌলতে ইতিমধ্যে অনেকের নজর কেড়েছেন। কারণ ডুরান্ড কাপ জয়ে গুরুত্বপূর্ণ ছিল এই তরুণ ফুটবলারের।
​
ঙ্গালুরু এফসি'র বি বিভাগের সর্বোচ্চ গোলদাতা, নারায়ণন ডুরান্ড কাপে অন্যতম সেরা ফর্মটি মেলে ধরেছিলেন। ২১ বছর বয়সী এই খেলোয়াড় টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। প্রতিযোগিতায় দলের হয়ে পাঁচটি গোল করেছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us