New Update
/anm-bengali/media/post_banners/b0U8b3rjEO0TulcgrsSU.jpg)
হরি ঘোষ, বেনাচিতিঃ আকবর রোড থেকে বেনাচিতি যাওয়ার রাস্তার মাঝে পড়ল গাছ। বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগের শিকার মানুষ। প্রচন্ড বৃষ্টিতে আকবর রোডের কাছে একটি গাছ উপুড়ে যাওয়ায় রাস্তা বন্ধ হয়ে যায় । এই রাস্তা টাউনশীপ থেকে বেনাচিতি যাওয়ার মেন রাস্তা সেই রাস্তা শুক্রবার সকাল থেকে বন্ধ হয়ে পড়ে। পথচলতি মানুষদের ঘুরপথে যেতে হয়। স্থানীয়রা ওই গাছটিকে সরানোর চেষ্টা চালাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us