/anm-bengali/media/post_banners/JMHNe1W7SEkCAez3nHxn.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল এনসিবি। এনসিবি-র ডেপুটি ডিরেক্টর জেনারেল এসকে সিং জানিয়েছেন, 'গোপন সূত্রে খবর পেয়ে এনসিবি মুম্বাইয়ের একটি গোডাউনে লুকিয়ে রাখা প্রায় ৫০ কেজি এমডি মাদক উদ্ধার করেছে। কার্টেলের কিংপিন-সহ দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দুই অভিযুক্তই মুম্বইয়ের বাসিন্দা। প্রাথমিকভাবে, গুজরাটে এমডি ড্রাগ বিক্রি সম্পর্কিত তথ্য গুজরাটের জামনগরের নেভাল ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা ভাগ করা হয়েছিল। এনসিবি এবং নেভাল ইন্টেলিজেন্স ইউনিট যৌথভাবে এই ইনপুটটি তৈরি করেছিল এবং প্রায় ১০.৩৫০ কেজি এমডি ড্রাগ বাজেয়াপ্ত করেছিল এবং ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এগুলির আনুমানিক মূল্য ১২০ কোটি টাকা ।'
#UPDATE | NCB seized 60 kgs of high-quality Mephedrone (MD) worth approximately Rs 120 crores, busts syndicate and apprehends six persons including the kingpin from multiple cities: NCB pic.twitter.com/R2njqT4iyG
— ANI (@ANI) October 7, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us