New Update
/anm-bengali/media/post_banners/TyMmQCByZvCQWAURxlMz.jpg)
নিজস্ব সংবাদদাতা: মাহসা আমিনীর মৃত্যুর পর থেকেই নারীর অধিকার পেতে উত্তাল হয়ে উঠেছে ইরান। ইরানের একাধিক শহরে চলছে বিক্ষোভ। এবার ইরানের ইসফাহান শহরে ভিন্ন ভাবে প্রতিবাদ করলো ৩ নারী।
ইসফাহান শহরের একটি ব্রিজে ব্যানার ঝুলিয়ে প্রতিবাদ জানায় ওই ৩ নারী। ব্যানারে দেখা যাচ্ছে, লাল রঙে রাঙা নারীর আকৃতিতে ইরানের মানচিত্র। ব্যানারের নিচে লেখা, 'পরবর্তী একজন হবে আমাদের একজন'। দেখুন সেই ভিডিও-
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us