বার্সেলোনা ডিফেন্ডারের চোট নিয়ে উদ্বেগ ক্রমে বাড়ছে

author-image
Harmeet
New Update
বার্সেলোনা ডিফেন্ডারের চোট নিয়ে উদ্বেগ ক্রমে বাড়ছে

নিজস্ব সংবাদদাতাঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সময়টা ভালো যাচ্ছে না। লিগের শুরুটা ভালো করলেও পরপর দুই ম্যাচে বার্সেলোনাকে হারতে হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে ইন্তার মিলানের বিরুদ্ধে ১-০ গোলে পরাস্ত হয়েছে কাতালান ক্লাব। এরই মধ্যে দলের এক ডিফেন্ডারের চোট সমস্যা এখনও ভাবনার কারণ হিসেবে রয়ে যাচ্ছে। বার্সেলোনার পক্ষ থেকে জানানো সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন বাম পায়ের গোড়ালির লিগামেন্টে মচকে গিয়েছিল। আঘাত কতোটা গুরুতর তা জানতে আগামীকাল আরও পরীক্ষা করা হবে।