দেখুন লাভলিনাকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন মীরাবাঈ চানু

author-image
Harmeet
New Update
দেখুন লাভলিনাকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন মীরাবাঈ চানু

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবারই টোকিও অলিম্পিকে বক্সিংয়ের ওয়েল্টারওয়েট বিভাগে পদক নিশ্চিত করেছেন লাভলিনা বর্গহাই। তারপর তাঁকে শুভেচ্ছা জানালেন টোকিও অলিম্পিকে দেশকে প্রথম পদক এনে দেওয়া ভারোত্তোলক মীরাবাঈ চানু। মীরাবাঈ টুইটারে লিখেছেন, ‘কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য লাভলিনা বর্গহাইকে শুভেচ্ছা জানাই। এখনও দুটো জয় বাকি। স্বর্ণপদকের জন্য এগিয়ে চলো। #টোকিও২০২০’।