আইপিএল-আইএসএলকে এক করে দিলেন বক্সার লাভলিনা বর্গহাই

author-image
Harmeet
New Update
আইপিএল-আইএসএলকে এক করে দিলেন বক্সার লাভলিনা বর্গহাই

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবারই টোকিও অলিম্পিকে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করেছেন অসমের প্রতিভাবান বক্সার লাভলিনা বর্গহাই। তারপর থেকেই শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসছেন লাভলিনা। তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েই এক হয়ে গেল আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং আইএসএলের কেরালা ব্লাস্টার্স এফসি, মুম্বই সিটি এফসি। একে একে সক্কলে শুভেচ্ছা জানিয়েছেন লাভলিনাকে।