বাগবাজার সর্বজনীনে ভোগের আয়োজন

author-image
Harmeet
New Update
বাগবাজার সর্বজনীনে ভোগের আয়োজন

নিজস্ব সংবাদদাতাঃ বাগবাজার সর্বজনীনে ভোগের আয়োজন। নবমীর ভোগে রয়েছে, সাদা ভাত, শুক্তো, অড়হর ডাল, সঙ্গে পোস্তর বড়া। এছাড়াও, মাকে নিবেদন করা হয় পোস্তর তরকারি, চালকুমড়োর ঘণ্ট, কাঁচা তেঁতুলের চাটনি, নানা রকমের মিষ্টি ও পায়েস। মুখশুদ্ধি হিসেবে মাকে দেওয়া হয় পান।