ভারি বর্ষণে জলমগ্ন দূর্গা পুজো প্যান্ডেল

author-image
Harmeet
New Update
ভারি বর্ষণে জলমগ্ন দূর্গা পুজো প্যান্ডেল


নিজস্ব সংবাদদাতা: আজ মহাষ্টমী। মায়ের পুজোর বিশেষ দিন। তবে উৎসবের এই বিশেষ দিনই ভারি বর্ষণের ফলে ম্লান হয়ে গেল আসামের রুক্মিণী গাঁও এলাকার বাসিন্দাদের জন্য। 

your image

ভারি বর্ষণের ফলে রুক্মিণী গাঁও এলাকার দুর্গাপূজা প্যান্ডেল জলাবদ্ধতায় প্লাবিত হয়েছে। তবে জল মায়ের আরাধনায় বাধা হতে পারেনি। জলমগ্ন অবস্থাতেই চলছে পুজো।

your image