সারাদিনই বৃষ্টির সম্ভাবনা, জানুন থামবে কেন

author-image
Harmeet
New Update
সারাদিনই বৃষ্টির সম্ভাবনা, জানুন থামবে কেন


নিজস্ব সংবাদদাতা: আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমবেশি সারাদিনই বৃষ্টি হবে। আগামীকাল ভোর ৫ টার পর বৃষ্টি থামার সম্ভাবনা রয়েছে।

Rainy Durga Puja likey in West Bengal, pandal goers may witness drizzles -  India News

 আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলোসিয়াস। আবহাওয়ার আইভি আপডেট পেতে লিঙ্কে ক্লিক করুন (https://www.windy.com/22.563/88.363?21.984,88.363,8)।