নিজস্ব সংবাদদাতা : ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া (এফএসআই)-র গবেষণার পর জানা গিয়েছে যে উত্তরাখণ্ড সরকারের বহুল প্রত্যাশিত টাইগার সাফারি প্রকল্প পাখরু টাইগার সাফারির জন্য অনুমতি ছাড়াই করবেট টাইগার রিজার্ভ (সিটিআর) এ ছ হাজারেরও বেশি গাছ অবৈধভাবে কাটা হয়েছে।
বিষয়টি ইতিমধ্যেই তদন্তের আওতায় এসেছে।যদিও রাজ্য বন বিভাগ এফএসআই-এর দাবি অস্বীকার করেছে।