সপ্তমীর দুপুরে মর্মান্তিক মৃত্যু

author-image
Harmeet
New Update
সপ্তমীর দুপুরে মর্মান্তিক মৃত্যু
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ রবিবার সপ্তমীর দুপুরে মর্মান্তিক ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৪ নং ওয়ার্ডে সেন্ট্রাল বাসস্ট্যান্ডে। বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত ব্যক্তির নাম প্রদীপ দাস (৫২), বাড়ি ৪ নং ওয়ার্ডের গাজীপুরে। জানা যায়, মৃত প্রদীপ দাসের চায়ের দোকান ছিল চন্দ্রকোনা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে। দোকানের ভিতরেই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে লুটিয়ে পড়েন প্রদীপ দাস। তাঁকে উদ্ধার করে এবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, চা দোকানি প্রদীপ দাস ছাড়াও বাসস্ট্যান্ডে থাকা আরও অনেকে বিদ্যুতের শক খেয়েছেন। কারণ হিসাবে স্থানীয়দের অভিযোগ, সেন্ট্রাল বাসস্ট্যান্ডের অফিস থেকে পাশেই থাকা তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-এর একটি কার্যালয়ে তার বেয়ে লোহার রেলিংয়ের উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ গিয়েছে। হয়তো সেই তার বৃষ্টির জেরে বা অন্য কোনও কারণে বাসস্ট্যান্ড চত্বর জুড়ে থাকা ওই লোহার রেলিংয়ে বিদ্যুতের তার থেকে সংযোগ হয়ে যায় গোটা রেলিংয়ে। এই লোহার রেলিংয়ের পাশেই রয়েছে সারিসারি বিভিন্ন দোকান। আর তার জেরে চা দোকানি প্রদীপ দাস ছাড়াও আরও যাদের হাত পড়েছে ওই লোহার রেলিংয়ে, তাঁরাও শক খেয়েছেন বলে দাবি করা হচ্ছে। যদিও তাঁদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃত চায়ের দোকানি প্রদীপ দাসের দোকানে কোনও বিদ্যুৎ সংযোগ ছিলনা। তাহলে কী করে বিদ্যুৎস্পৃষ্ঠ হতে পারে? এই ঘটনার জন্য দায়ী করা হচ্ছে সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে অসতর্ক ভাবে INTTUC কার্যালয়ে তার বেয়ে বিদ্যুৎ সংযোগ করা বা তা রক্ষণাবেক্ষণ না হওয়াকে। যদিও এ বিষয়ে চন্দ্রকোনা শহর INTTUC -এর সভাপতি রিন্টু খাঁড়া জানান, "ঘটনা খুবই দুঃর্ভাগ্যজনক। তবে কী কারণে ঘটেছে তা দেখতে হবে।" সপ্তমীর দিন এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে।