শনিবার উদ্বোধন হয়েছে পুলিশ লাইন্সের পুজো

author-image
Harmeet
New Update
শনিবার উদ্বোধন হয়েছে পুলিশ লাইন্সের পুজো


নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মা মহামায়ার আরাধনায় ব্রতী বাঁকুড়া জেলা পুলিশের পরিবারের সব সদস্যরা। শনিবার পুলিশ লাইন্সের এই পুজো মন্ডপের উদ্বোধন করেন বাঁকুড়া রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মিরাজ খালিদ, আইপিএস মহাশয়। 

your image

উপস্থিত ছিলেন জেলার সম্মাননীয়া জেলাশাসক শ্রীমতী কে রাধিকা আইয়ার, আইএএস মহাশয়া ও বাঁকুড়া পৌরসভার চেয়ারপার্সন শ্রীমতী অলোকা সেন মজুমদার মহাশয়া। সমগ্র অনুষ্ঠানটির পৌরহিত্য করেন জেলার মাননীয় পুলিশ সুপার, শ্রী বৈভব তিওয়ারি আইপিএস মহাশয়।

your image