New Update
/anm-bengali/media/post_banners/s6oJ9poVCsY97QRlLorY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চলছে পুজো পরিক্রমা। এবারের দুর্গা পুজোয় অন্যতম আকর্ষণ নবাঙ্কুর সার্বজনীনের দুর্গা পুজো। পুজো উদ্বোধনের পর থেকেই ভিড় জমতে শুরু করেছিল মণ্ডপে। এদিকে বৃষ্টিতে ভিজল শনিবারের মহাষষ্ঠী। এরই মধ্যে চলছে দুর্গা পুজো পরিক্রমা। ভিড় জমেছে নবাঙ্কুর সার্বজনীনের পুজো মণ্ডপে। এ বছর তাঁদের থিম 'উৎসর্গ'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us