ঘূর্ণিঝড় নিয়ে প্রশাসনিক স্তরে উচ্চপর্যায়ের বৈঠকে মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা

author-image
Harmeet
New Update
ঘূর্ণিঝড় নিয়ে প্রশাসনিক স্তরে উচ্চপর্যায়ের বৈঠকে মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা



শান্তনু পুরকাইত ,ডায়মন্ড হারবারঃ আজ ঘূর্ণিঝড় যশ নিয়ে প্রশাসনিক স্তরের এক উচ্চপর্যায়ের বৈঠক করলেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা । এদিন ডায়মন্ডহারবারের সুভান্নতে উচ্চপর্যায়ে বৈঠক সারেন তিনি । বৈঠকে আরও ছিলেন ডায়মন্ড হারবার এসডিও সুকান্ত সাহা , এসডিপিও শান্তনু সেন সহ ডায়মন্ড হারবার ,ফলতা,রায়দিঘি,মন্দিরবাজার,মগরাহাট পূর্ব ,মগরাহাট পশ্চিম,কুলপি এলাকার বিধায়করাও । এছাড়াও ছিলেন সিএমওএইছ , এনডিআরএফ আধিকারিক ,ডায়মন্ডহারবার যুব তৃণমূল কংগ্রেস সভাপতিরাও । সেখানকার আলোচনায় জানা যায় যশ মোকাবিলায় নিয়ে ৮৯২ টি সেফ হোম চালু করা হচ্ছে ডায়মন্ড হারবারে , বাঁধ মেরামতিতে জোর দেওয়া হয়েছে । এমনকি জোর দেওয়া হয়েছে ত্রিপলের উপরেও।