New Update
/anm-bengali/media/post_banners/rm2AanFIaO5NeKiPgyYm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হাতে গোনা আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ডার্বির বল গড়াবে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল এবং টটেনহ্যাম হটস্পার। উত্তর লন্ডনের এই ডার্বিকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনা বেড়েছিল ফুটবল প্রেমী সমর্থকদের মধ্যে।
Important information for supporters ahead of Saturday's north London derby 👇
— Arsenal (@Arsenal) September 29, 2022
কিছু দিন আগেই দুই ক্লাবের মহিলা ব্রিগেড মুখোমুখি হয়েছিল। সেখানে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিত হয়েছিলেন গ্যালারিতে। এই ম্যাচেও উত্তেজনার পারদ তুঙ্গে থাকবে বলেই আশা করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us