'রাক্ষসরা ফিরে এসেছে', প্রশাসনকে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতির

author-image
Harmeet
New Update
'রাক্ষসরা ফিরে এসেছে', প্রশাসনকে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতির

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়াঃ পাঁশকুড়ার ধর্মপুর গ্রামের নবভারত ওয়েলফেয়ার সোসাইটির দুর্গাপুজোর উদ্বোধনে এসে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি মন্তব্য করেন, "তিন দিন প্যান্ডেল করার পর প্যান্ডেল করার লোক পালিয়ে গিয়েছিল কারণ তাকে চাপ দেওয়া হয়েছিল। স্ট্রিট লাইট গুলো বন্ধ আসার সময় দেখলাম। প্রশাসনের তরফ থেকে যত রকম বাধা দেওয়া যায় ততরকম বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রশাসন পুজোয় বাধা দেয়। একসময় ঋষিমনিরা যজ্ঞ করত আর রাক্ষসরা মাংস এনে বাধা দেওয়ার চেষ্টা করতো। এখন দেখতে পাচ্ছি সেই রাক্ষসরা ফিরে এসেছে। যারা পুজো বন্ধ করার চেষ্টা করছে। এই রাক্ষসদের আমাদের আর্য বানাতে হবে।চিন্তা নেই সময় এসে গেছে খুব তাড়াতাড়ি তাদের আর্য বানাবো।">