নিজস্ব সংবাদদাতা: দাম বেড়েছে আতপ চালের। পুজোর নৈবেদ্যর জন্য এই চাল কিনতে গিয়ে কপালে ভাঁজ পড়ছে পুজোর উদ্যোক্তাদের। এই চাল এ রাজ্যে মূলত পুজোয় নৈবেদ্য দেওয়ার কাজে ব্যবহৃত হয়। কেন্দ্র কর বসানোয় এবার অনেক বেশি দাম দিয়ে এই আতপ চাল কিনতে হচ্ছে পুজোর উদ্যোক্তাদের।