এমন ভারতকে মেনে নিতে প্ৰস্তুত নয় বলে জানিয়ে দিলেন রাহুল গান্ধী

author-image
Harmeet
New Update
এমন ভারতকে মেনে নিতে প্ৰস্তুত নয় বলে জানিয়ে দিলেন রাহুল গান্ধী



নিজস্ব সংবাদদাতা: বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 

Ahead of Kerala polls, BJP accuses Rahul Gandhi of trying to divide India  for 'North-South' remark

 কেরালার নীলাম্বুর থেকে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, "আমরা এমন ভারতকে মেনে নিতে প্রস্তুত নই যেখানে পিতামাতারা তাদের সন্তানদের শিক্ষার জন্য হাজার হাজার টাকা খরচ করে। এর কোনো মানে হয় না। যেখানে দাম বাড়তে থাকে এবং থামে না। এটাই কংগ্রেসের ভারত জোড় যাত্রার বার্তা"।

Lok Sabha Polls 2019: In Kerala Speech, Rahul Gandhi's