New Update
/anm-bengali/media/post_banners/0R4Sunhs1kaxMUlwNvKw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নিজস্ব সংবাদদাতাঃ অনুশীলনে ফিরলেন করিম বেঞ্জেমা। রিয়াল মাদ্রিদের হয়ে অনুশীলনে নেমে পড়েছেন তিনি। কিছু দিন আগে তাঁকে কেন্দ্র করে শুরু হয়েছিল জল্পনা। মাদ্রিদের তারকা ফরোয়ার্ড চোট পেয়েছিলেন বলে জানা গিয়েছিল। এরপর অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি ফুটবল প্রেমীদের। রিয়াল মাদ্রিদ শিবিরে দ্রুত যোগ দিয়েছেন বেঞ্জেমা। সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করেছে ক্লাব।
💫⚽ @Benzema is back! #RMCitypic.twitter.com/aGYqRhzdBs
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) September 28, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us