New Update
/anm-bengali/media/post_banners/0XiFC4Tls6HFMeBVahAZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নিউ টাউন সর্বজনীন দুর্গা পুজো। এবারে এই পুজোকে কেন্দ্র করে তৈরি হয়েছে আলাদা উৎসাহ। নিউ টাউন সর্বজনীন দুর্গা পুজোতে পুরোহিত এবং ঢাকিরা সকলেই মহিলা। কলকাতার উত্তর-পূর্ব প্রান্তের এই নগরীতে অবস্থিত এই মন্ডপের ভাবনা এবার 'জন্মভুমি'।
​
নারীর ক্ষমতায়নের উপর কাজ করেছেন শিল্পী। দুর্গাপুজো কমিটির সম্পাদক সমরেশ দাস সংবাদ মাধ্যমে বলেছেন, "পুজোর চার পুরোহিতই যেমন মহিলা, তেমনই ১২ জন 'ঢাকি' এবং 'ধুনুচি নাচ'-এর প্রায় এক ডজন শিল্পীও মহিলা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us