নিউটাউনের এই পুজোয় মহিলা ঢাকি, মহিলা পুরোহিত

author-image
Harmeet
New Update
নিউটাউনের এই পুজোয় মহিলা ঢাকি, মহিলা পুরোহিত

নিজস্ব সংবাদদাতাঃ নিউ টাউন সর্বজনীন দুর্গা পুজো। এবারে এই পুজোকে কেন্দ্র করে তৈরি হয়েছে আলাদা উৎসাহ। নিউ টাউন সর্বজনীন দুর্গা পুজোতে পুরোহিত এবং ঢাকিরা সকলেই মহিলা। কলকাতার উত্তর-পূর্ব প্রান্তের এই নগরীতে অবস্থিত এই মন্ডপের ভাবনা এবার 'জন্মভুমি'। 


নারীর ক্ষমতায়নের উপর কাজ করেছেন শিল্পী। দুর্গাপুজো কমিটির সম্পাদক সমরেশ দাস সংবাদ মাধ্যমে বলেছেন, "পুজোর চার পুরোহিতই যেমন মহিলা, তেমনই ১২ জন 'ঢাকি' এবং 'ধুনুচি নাচ'-এর প্রায় এক ডজন শিল্পীও মহিলা।