New Update
/anm-bengali/media/post_banners/5KACs8wwE85eAzm3pO2W.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর:গত দু'দিন ধরে সবং ব্লকের বিভিন্ন জায়গায় অতিবৃষ্টির জন্য নিচু এলাকাগুলোয় যেমন জল জমেছে ঠিক তেমনি দু'নম্বর নওগাঁ গ্রাম পঞ্চায়েতে ভুয়া ব্রিজের পাশে ৪০ ফুটের মতো পিচ রাস্তা ধসে গেছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তুহিন শুভ্র মহান্তি ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স এলাকা পরিদর্শন করেন এবং সঙ্গে সঙ্গে এলাকার বিধায়ক ও রাজ্য সরকারের জলসম্পদ দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়াকে ও বিভাগীয় অফিসারদের ফোন করে জানানো হয়। যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার তার জন্য সবরকম সাহায্য করবেন বলে বিডিও সাহেবকে মন্ত্রী মানস ভুঁইয়া এবং প্রাক্তন বিধায়ক গীতা রানী ভূঁইয়া জানিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us