নেশনস লিগে নতুন তারকা উত্থানের ইঙ্গিত

author-image
Harmeet
New Update
নেশনস লিগে নতুন তারকা উত্থানের ইঙ্গিত

নিজস্ব সংবাদদাতাঃ নেশনস লিগে চোখে পড়ার মতো ফুটবল খেললেন Khvicha Kvaratskhelia। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জর্জিয়ার এই ফুটবলার টুর্নামেন্টে ইতিমধ্যে খেলেছেন ৯ টি ম্যাচ। করেছেন ৬ টি গোল, অ্যাসিস্ট রয়েছে ৫ টি। শেষ ম্যাচে জিব্রাল্টারের বিরুদ্ধেও তিনি গোল করেছেন। জর্জিয়া জিতেছে ২-১ ব্যবধানে।