নিজস্ব সংবাদদাতা: আমরা সকলেই শুনে আসি মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না। মদ আমাদের লিভার নষ্ট করে দেয়, শরীরের নানা রকম ক্ষতি করে - এরূপ একাধিক মন্তব্য শুনতে পাওয়া যায়। তবে মদ খেলে স্বাস্থ্যের কি কি উপকার হয় তা নিয়ে কেউ কথা বলে না। জেনে নিন মদ আমাদের স্বাস্থ্যের কি কি উপকার করে:
​১। মদ খেলে মানুষ বেশি দিন বাঁচে।
​২। হার্ট ফেলের সম্ভাবনা কমিয়ে আনে।
​৩। কিডনিতে পাথর পড়ার সম্ভাবনাও কমায়।
​৪। মানসিক স্বাস্থ্য ভালো রাখে।
​তবে অতিরিক্ত মদ্যপান কখনই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়।