রাখাইনে মিয়ানমার জান্তার গোলাবর্ষণে নিহত ২ শিশু

author-image
Harmeet
New Update
রাখাইনে মিয়ানমার জান্তার গোলাবর্ষণে নিহত ২ শিশু

নিজস্ব সংবাদদাতাঃ মিয়ানমারের রাখাইনের উত্তরাঞ্চলে সেনাবাহিনীর গোলাবর্ষণে সাত বছরের দুই শিশু নিহত হয়েছে। সরকারি সেনাদের সঙ্গে জাতিগত সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির চলমান সংঘাতের মধ্যে এই হতাহতের ঘটনা ঘটলো। সূত্রে খবর, রবিবার রাতে কিয়ায়ুকতাউ সেনাবাহিনীর ঘাঁটি থেকে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। কোনও কারণ ছাড়াই বেসামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। কালাদান নদীর তীরবর্তী না গা ইয়ার গ্রামে মগ কো নাইং নামের শিশু নিহত হয়েছে। গ্রামের এই বাড়িটিতে স্থানীয় আরও কয়েকজন আশ্রয় নিয়েছিলেন। মর্টারের গোলা সরাসরি বাড়িটিতে আঘাত হানে। পিঠে আঘাতের কারণে তিন ঘণ্টা পর শিশুটির মৃত্যু হয়। গোলাবর্ষণের ফলে গ্রামের আরেক পুরুষ আহত হন।