প্রথমবার লেভার কাপ জিতল টিম ওয়ার্ল্ড

author-image
Harmeet
New Update
প্রথমবার লেভার কাপ জিতল টিম ওয়ার্ল্ড

নিজস্ব সংবাদদাতাঃ লেভার কাপে লেখা হল ইতিহাস। প্রথমবারের জন্য লেভার কাপের ট্রফি উঠল টিম ওয়ার্ল্ড। ২০১৭ সালে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। প্রতিবারই বিজেতার আসন পেয়েছে টিম ইউরোপ। 

 এবার ইউরোপ তারকাদের নিয়ে গড়া দল ৮-১৩ পয়েন্টের ব্যবধানে পরাস্ত হয়েছে। এবারের টুর্নামেন্ট থেকেই অবসর নিয়েছেন রজার ফেডেরার। আর এ বছরেই পরাজত হল ইউরোপের দল। প্রতিযোগিতার শেষ দিন সিঙ্গলসে হেরে গিয়েছেন নোভাক জোকোভিচ এবং স্টেফানো চিচিপাস।