/anm-bengali/media/post_banners/9XrFyfrzEdI2DgLTyxjZ.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর: ওরা দৃষ্টিহীন। আর সেই দৃষ্টিহীনরাই এখন সমাজের মুখ। দুর্গাপুরের জঙ্গলমহল ক্লাবের মাঠে দাঁতে দাঁত চেপে দুই দৃষ্টিহীন ফুটবল দলের লড়াই দেখল দর্শকরা। দর্শকদের অনেকের সন্দেহ ছিল ওরা সত্যিই দৃষ্টিহীন তো! আর সেই সন্দেহ দূর করতে সেই দৃষ্টিহীন খেলোয়াড়দের চোখে বেঁধে দেওয়া হয় কাপড়ে। তারপরই শুরু হল ফুটবলের যুদ্ধ। বিরল ফুটবল প্রতযোগীতা দেখার জন্য চরম উৎসাহ দেখা গেল এলাকাবাসীর মধ্যে। এই খেলার নিয়ম কিছুটা আলাদা। দুই দলের ১০ জন খেলোয়াড়। দুই গোলরক্ষক বাদে সকলেই দৃষ্টিহীন।
​
দৃষ্টিহীন খেলোয়াড়দের সুবিধার জন্য ফুটবলের ভেতর অসংখ্য লোহার ছোট বল ভরা থাকে। সেই বল মাটিতে পড়লেই শব্দ বের হয়। তাতেই খেলোয়াড়রা বুঝতে পারেন। একদল মুখে আওয়াজ করে এক্স আর অপর দল মুখে আওয়াজ করে ওয়াই, এভাবেই নিজের নিজের দলের খেলোয়াড়দের চিনে নেন খেলোয়াড়রা। এই খেলায় হাওড়ার সার্নাম ফাউন্ডেশন ও নদীয়ার শ্রীচৈতন্য ওয়েলফেয়ার সোসাইটির খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলার উদ্বোধন করলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় ও দুর্গাপুরের এসিপি তথাগত পান্ডে। দুর্গাপুরের জব্বর পল্লীর শুভ চক্রবর্তী এবং রমা চক্রবর্তীর উদ্যোগে এই প্রদর্শনী আয়োজন। দৃষ্টিহীনদের বিরল ফুটবল প্রতিযোগিতা দেখে প্রশংসায় পঞ্চমুখ শিল্পাঞ্চলবাসী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us