New Update
/anm-bengali/media/post_banners/dBPxhT4kAbW7Uvj9KADQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে চার্জশিটে গুরুতর অভিযোগ তুলেছে ইডি৷ স্কুল শিক্ষা অধিকর্তার অফিসে পিওন পদে সঙ্গীতা ধর নামে এক কর্মরতের খোঁজ পান ইডি কর্তারা৷ অর্পিতার অনুরোধেই পার্থ সঙ্গীতাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন বলে ইডি সূত্রের দাবি৷জেরায় পার্থ চট্টোপাধ্যায় সঙ্গীতা ধরকে চাকরি দেওয়ার কথা স্বীকারও করে নিয়েছেন বলে দাবি ইডি-র৷ সঙ্গীতাকে তিনি অর্পিতার বোন হিসেবেই চিনতেন৷ নিজের ক্ষমতাবলে সঙ্গীতাকে চাকরি দেওয়ার কথাও স্বীকার করে নিয়েছেন পার্থ৷
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us