নবরাত্রির শুভেচ্ছা জানালেন অজয় দেবগণ

author-image
Harmeet
New Update
নবরাত্রির শুভেচ্ছা জানালেন অজয় দেবগণ

নিজস্ব প্রতিনিধি-পিতৃপক্ষের শেষ ইতিমধ্যেই শুরু হয়েগেছে দেবীপক্ষ, সেই সঙ্গে আজ থেকেই শুরু হয়েছে নবরাত্রি আর এই নবরাত্রি উপলক্ষেই বলি তারকা অজয় দেবগণ নিজের সোশ্যাল মিডিয়ায় সাতসকালেই এক শুভেচ্ছা বার্তা জানান,





তিনি এক ভিডিও পোস্ট শেয়ার করেন তাতে লেখা রয়েছে,"নয়দিন জ্বলে পুণ্য শিখা, প্রতিদিন ঘরে থাকুক দেবী, ভক্তি করলেই হবে বিশ্বাস, প্রতিটি ভক্তের মনের আশা।"তার ক্যাপশন লেখা রয়েছে "সবাইকে নবরাত্রির শুভেচ্ছা জানাই 🙏।"