সোমবারেই দলের নাম ঘোষণা করতে পারেন গুলাম নবী আজাদ

author-image
Harmeet
New Update
সোমবারেই দলের নাম ঘোষণা করতে পারেন গুলাম নবী আজাদ

নিজস্ব সংবাদদাতা : কংগ্রেস ত্যাগর এক মাস পর জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ সোমবার তার নতুন দলের নাম ঘোষণা রতে পারেন বলে জানা যাচ্ছে।






 রবিবার তার সমর্থকদের সঙ্গে বৈঠকের পর আজাদ বলেন, 'আমি সোমবার একটি সংবাদ সম্মেলন করব।আমি এখনও আমার দলের নাম ঠিক করিনি।  জম্মু-কশ্মীর -এর জনগণই দলের নাম এবং পতাকা ঠিক করবে। আমি আমার পার্টিকে একটি হিন্দুস্তানি নাম দেব যা সবাই বুঝতে পারবে। আমার পার্টি ফোকাস করবে পূর্ণ রাষ্ট্রীয়তা পুনরুদ্ধার, জমির অধিকার এবং স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের বিষয়ে।'