ইউক্রেন তারকার ১০০ শতাংশ পাসিং রেকর্ড !

author-image
Harmeet
New Update
ইউক্রেন তারকার ১০০ শতাংশ পাসিং রেকর্ড !
নিজস্ব সংবাদদাতাঃ ৩৮ বছর বয়সেও মরচে পড়েনি স্কিলে। ইউক্রেনের হয়ে এবং নিজ দেশের ক্লাবের হয়ে ধারাবাহিকভাবে খেলছেন পেয়াতভ। চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও রয়েছেন ফর্মে। 



আধুনিক ফুটবলে নিজের দলের দুর্গ রক্ষা করার পাশপাশি পাসিং করার ব্যাপারেও দক্ষ হতে হয় গোলকিপারদের। এখনও পর্যন্ত পেয়াতভের পাসিং সফলতা একশো শতাংশ।