নামী ফুটবলারদের টেক্কা দিচ্ছেন সার্বিয়ার এই ফুটবলার

author-image
Harmeet
New Update
নামী ফুটবলারদের টেক্কা দিচ্ছেন সার্বিয়ার এই ফুটবলার

নিজস্ব সংবাদদাতাঃ উয়েফা নেশনস লিগে হয়ে গিয়েছে ১৩০ টি ম্যাচ। বাকি আর ৩০। অনেক চড়াই-উৎরাই এখনও বাকি রয়েছে। এরই মধ্যে সার্বিয়ার এক ফুটবলার নজর কাড়ছেন টুর্নামেন্ট জুড়ে। 

এখনও পর্যন্ত সবথেকে বেশি অ্যাসিস্ট তিনি করেছেন। গোলের জন্য চারটি পাস বাড়িয়েছে সার্বিয়ার ট্যাডিক। অ্যাসেন্সিও, বের্নাদো সিলভারা তিনটি করে অ্যাসিস্ট করেছেন।