'নীতীশ কুমারের এমনই দিন এসছে যে তাঁকে সকলের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে'

author-image
Harmeet
New Update
'নীতীশ কুমারের এমনই দিন এসছে যে তাঁকে সকলের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে'

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। এদিকে এই সাক্ষাৎ নিয়ে এবার কটাক্ষ করল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, 'নীতীশ কুমারের এমনই দিন এসছে যে তাঁকে সকলের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। এদিকে শিবানন্দ (তিওয়ারি) জি বলছেন যে নীতীশ কুমারের একটি আশ্রম তৈরি করা উচিত। তাদের জনগণ তাদের অপমান করছে। বিহারের মানুষ বুঝে গিয়েছেন, এই জোট সরকার মানুষের প্রতি অন্যায় করেছেন।'