New Update
/anm-bengali/media/post_banners/hFL88hGReyBfHxY2giiX.jpg)
নিজস্ব সংবাদদাতা : ফিজির স্ট্রাইকার কৃষ্ণা জানিয়েছেন যে, তিনি ভারতে আসার প্রথম দিন থেকেই তাঁকে এবং তাঁর পরিবারকে এখানকার মানুষ যে ভালবাসা এবং সমর্থন দেখিয়েছেন তাতে তিনি অভিভূত হয়েছেন। গুঞ্জন শোনা গিয়েছিল কৃষ্ণা যোগ দিতে পারেন মুম্বইতে। অবশেষে সব জল্পনার অবসান হল। গত আইএসএলে ২৩ ম্যাচে মোট ১৪টি গোল করেন কৃষ্ণা। তবে অল্পের জন্য বাগান শিবিরে ট্রফি তুলে দিতে পারেননি। এ বার সেই দুঃখ ঘোচাতে ফের ঝাঁপাবে রয় কৃষ্ণারা।মোহনবাগান দিবসে বাগানপ্রেমীদের জন্য সুখবর। এটিকে মোহনবাগানে আরও এক বছর থাকছেন ফিজির তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণা। ইতিমধ্যেই এক বছরের নতুন চুক্তিপত্রে সই সেরে ফেলেছেন কৃষ্ণা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us