আগে ব্রাজিলের জার্সির রঙ ছিল সাদা

author-image
Harmeet
New Update
আগে ব্রাজিলের জার্সির রঙ ছিল সাদা

নিজস্ব সংবাদদাতাঃ ব্রাজিলের জার্সির রঙ শুরু থেকেই হলুদ ছিল না। সাদা রঙের জার্সি পরে খেলত সেলেকাওরা। ১৯১৪ সালে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের আবির্ভাব। 



তৎকালীন জার্সির কলার দেওয়া সাদা জার্সির গলা ও হাতার শেষপ্রান্তে ছিল নীল রঙ। সাদা রঙের এই জার্সি পরেই ঘরের মাঠে কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল। ১৯৫০ সাল পর্যন্ত সাদা জার্সি পরেই মাঠে নামত ব্রাজিল।