New Update
/anm-bengali/media/post_banners/ouAw6res6uSeUHemcX0K.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ অবশেষে আন্দোলন প্রত্যাহার কুর্মিদের। প্রশাসনের সঙ্গে বৈঠকের পর উঠল অবরোধ কর্মসূচি। টানা ৫ দিন রেল ও পথ অবরোধের পর স্বাভাবিক হল পরিস্থিতি। ক্ষেমাশুলি ও পুরুলিয়ার উঠল অবরোধ। নবান্নে রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর এই সিদ্ধান্ত কুর্মিদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us