তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজন: ব্লিঙ্কেন

author-image
Harmeet
New Update
তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজন: ব্লিঙ্কেন


নিজস্ব সংবাদদাতা: তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজন রয়েছে বলে জানালেন মার্কিন বিদেশ মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন। তিনি চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দেখা করে এই বার্তা দিয়েছেন। 

China calls for dialogue on Ukraine, tones down rhetoric on Taiwan | World  News - Hindustan Times

তাইওয়ান প্রণালীতে শান্তি খুবই প্রয়োজনীয় বলার জানিয়েছেন তিনি। উল্লেখ্য, তাইওয়ানে ন্যান্সি পেলোসির সফরের পর থেকেই চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

In graphics: The Taiwan-China conflict | Asia | An in-depth look at news  from across the continent | DW | 02.08.2022