New Update
/anm-bengali/media/post_banners/zay2IG0hhGKOlsgWGSsX.jpg)
নিজস্ব সংবাদদাতা:ডেনমার্কের প্রতিদ্বন্দ্বী মিয়া ব্লিচফেডেল্টকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন পি ভি সিন্ধু (P V Sindhu)। টোকিও অলিম্পিকে এখনও অবধি ভারতের ঝুলিতে রয়েছে একটি মাত্র রুপোর পদক। চানুর পর কেউ দেশকে পদক জেতাতে পারেননি। তাই ভারতীয় শাটলার পি ভি সিন্ধুর উপর দেশবাসী আশা করছেন আরও একটি পদক আনার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us