এই বছর সন্তোষপুর এভিনিউ সাউথ ক্লাবের প্যান্ডেল কি দিয়ে তৈরী হচ্ছে জানেন?

author-image
Harmeet
New Update
এই বছর সন্তোষপুর এভিনিউ সাউথ ক্লাবের প্যান্ডেল কি দিয়ে তৈরী হচ্ছে জানেন?

​নিজস্ব সংবাদদাতাঃ দোরগোড়ায় দুর্গাপুজো। আর কিছুদিনের মধ্যেই মর্তে আসতে চলেছেন মা দূর্গা। আর তার আগে প্রস্তুতি পর্ব তুঙ্গে সমস্ত পুজো কমিটিগুলোরই। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও কলকাতার বিখ্যাত সন্তোষপুর এভিনিউ সাউথ ক্লাব দর্শকদের মনে জায়গা করে নিতে বদ্ধপরিকর। 




এই বছর তাদের প্যান্ডেল কি দিয়ে তৈরী হচ্ছে জানেন? তাদের সাথে কথা বলে জানা গিয়েছে এই বছর তাদের প্যান্ডেল লোহার সিক দিয়ে তৈরী হচ্ছে।