কেন্দ্রের উদ্যোগ, তমলুকের স্কুলে টিংকারিং ল্যাব

author-image
Harmeet
New Update
কেন্দ্রের উদ্যোগ, তমলুকের স্কুলে টিংকারিং ল্যাব

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, এবার থেকে ছাত্রছাত্রীদের মধ্যে কারিগরি শিক্ষার বিকাশ ঘটাতে অটল ইনিউগ্রেশন ল্যাব ব্যবহার করে অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা বিভিন্ন রকম ইলেকট্রনিক্স জিনিস তৈরি করতে সক্ষম হবে ছাত্রছাত্রীরা। পূর্বে শহরাঞ্চল ছাড়া প্রত্যন্ত গ্রামগুলিতে সেরকমভাবে উন্নত মানের ল্যাব ছিল না স্কুলগুলিতে। যেগুলি ছিল তাও আবার একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণীর জন্যই ব্যবহার করা যেত। 

তবে বর্তমান কেন্দ্র সরকারের উদ্যোগে অটল ইনিউগ্রেশন এর মধ্য দিয়ে একেবারে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চেতনা গড়ে তুলতে এই টিংকারিং ল্যাব তৈরি করা হচ্ছে সমস্ত স্কুলগুলিতে। বৃহস্পতিবার বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের জন্মদিনে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের চাঠরা স্কুলের সাধারণ ল্যাবগুলোর পাশাপাশি নতুন করে সংযোজন করা হল অটল টিংকারিং ল্যাব। এ ল্যাবে রয়েছে বিভিন্ন রকম অত্যাধুনিক ইন্সট্রুমেন্ট। যা থেকে ছাত্রছাত্রীরা তাদের বিজ্ঞানমনস্ক চেতনা দিয়ে গড়ে তুলতে পারবে বিভিন্ন রকম অত্যাধুনিক ইলেকট্রনিক্স ও নন ইলেকট্রনিক্স জিনিসপত্র। 


এই ল্যাব তৈরি করতে প্রায় ১২ লক্ষ টাকা খরচ হয়েছে প্রথম পর্যায়ে। এদিন মাইকেল ফ্যারাডের জন্মদিন উপলক্ষে যেমন ল্যাব উদ্বোধন করা হয়, তেমনই আশেপাশের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে-কলমে তৈরি করা বিভিন্ন প্রযুক্তির পদর্শনী‌ করা হয়। এর পাশাপাশি বিজ্ঞানী ফ্যারাডের জীবন কাহিনীও আলোকপাত করা হয় ছাত্রছাত্রীদের সামনে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডাইরেক্টর ইন্সপেক্টর অফ স্কুল শুভাশিষ মিত্র, হলদিয়া বিবেকানন্দ মিশন বিদ্যালয়ের প্রিন্সিপাল মানবেন্দ্র সাউ, আইআইটি খড়গপুরের প্রফেসার নারায়ণ চন্দ্র দাস, তমলুক নর্থ সার্কেলের এসআই উত্তম বৈদ্য সহ স্কুলের প্রধান শিক্ষক ড; লক্ষীকান্ত প্রামানিক এবং সহ-শিক্ষক ও শিক্ষিকারা। 


এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড: লক্ষীকান্ত প্রামানিক বলেন, "কেন্দ্র সরকার যে ভেবেছে এই সমস্ত প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা যারা আদৌ পিছিয়ে পড়া নয়, শুধুমাত্র বঞ্চিত হতো অত্যাধুনিক যন্ত্রপাতির অভাবে। তারা এবার এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে এই সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করে সমাজের উদ্দেশ্যে আরও নতুন কিছু বৈজ্ঞানিক ভাবনা দিয়ে উন্নত মানের কিছু তৈরি করতে পারবে। তারই উদ্দেশ্যে এটি বানানো হয়েছে। আমার বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা ভীষণ খুশি এই ল্যাব পেয়ে। আশা করি ছাত্রছাত্রীরা আগামীদিনে এই ল্যাবে প্রশিক্ষণ পেয়ে অত্যাধুনিক কিছু নতুন প্রযুক্তি করে দেখাবে তারা।"