কী করবেন বুঝতে পারলেন না বাইডেন, ভিডিও দেখে অবাক বিশ্ব

author-image
Harmeet
New Update
কী করবেন বুঝতে পারলেন না বাইডেন, ভিডিও দেখে অবাক বিশ্ব

নিজস্ব সংবাদদাতাঃ নিউ ইয়র্কে একটি সভায় হাজির হন জো বাইডেন। সভায় নিজের বক্তৃতা শেষের পর ডায়াস থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। ডায়াস থেকে সরে আসার পর জো বাইডেন কোথায় যাবেন, তা বুঝতে পারছিলেন না। ডায়াস থেকে সরার পর মুহূর্তের মধ্যে কার্যত 'ব্ল্যাক আউট' হয়ে পড়েন বাইডেন। কোথায় যাবেন, কী করবেন তা যেন বুঝেই উঠতে পারছিলেন না মার্কিন প্রেসিডেন্ট। বাইডেনের সেই ভিডিও দেখে কার্যত অবাক হয়ে যান নেটিজেনরা। মার্কিন প্রেসিডেন্টের কী হল, তা যেন কিছুতেই বুঝতে পারছিলেন না নেট জনতা। ফলে বাইডেনের ভিডিও নিয়ে জোর তোলপাড় শুরু হয়ে যায়।