বলপ্রয়োগ করে ভুখন্ড দখল করা যাবে না, রাশিয়াকে জানিয়ে দিলেন বাইডেন

author-image
Harmeet
New Update
বলপ্রয়োগ করে ভুখন্ড দখল করা যাবে না, রাশিয়াকে জানিয়ে দিলেন বাইডেন


নিজস্ব সংবাদদাতা: পুতিনের পারমাণবিক হামলার হুমকির পর পুতিনের বিরুদ্ধে তোপ দেগেছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। তিনি পুতিনকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বলপ্রয়োগ করে ভুখন্ড দখল করা যাবে না। জাতিসংঘ তার বিরোধিতা করবে। 

Russia-Ukraine War News Highlights: Moscow warns nuclear war risks now  'considerable'; UK dismisses it as 'bravado' | World News,The Indian Express

তিনি বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র চায় এই যুদ্ধটি শুধু শর্তে শেষ হোক। শর্তাবলীতে আমরা সবাই সাইন আপ করেছি। আপনি বলপ্রয়োগ করে একটি দেশের ভূখণ্ড দখল করতে পারবেন না"।

Tracking Cyber Operations and Actors in the Russia-Ukraine War | Council on  Foreign Relations