New Update
/anm-bengali/media/post_banners/KF04keejJ4R9QoCcq3by.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হাতেগোনা কয়েক দিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সূচনা। তার আগে জোর কদমে চলছে বাঘাযতীন তরুণ সংঘের পুজোর কাজ। কাজ এখনও বাকি রয়েছে । মণ্ডপে খুব তাড়াতাড়ি মা-এর আগমণ হবে।
​
বৃষ্টির কারণে কাজে কিছুটা দেরি হয়েছে বলে জানানো হয়েছে ক্লাবের তরফে। তৃতীয়ার দিন উদ্বোধন হওয়ার কথা রয়েছে। মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত দিয়ে হবে উদ্বোধন। মণ্ডপ সজ্জায় কাজে কাজে হচ্ছে প্রচুর প্লাইউড।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us