/anm-bengali/media/post_banners/X3sw8W5cT47qqJv8M2J9.jpg)
সুমিত ঘোষ, মালদাঃ আতশবাজি দিয়ে তৈরি হচ্ছেন দেবী দুর্গা। প্রতিমার মাটির প্রলেপের উপর থাকছে আতশবাজির কারুকার্য। তুবড়ি, চড়কি, রকেট, চকলেট বোমা ও নাগিন আতশবাজি সহ বিভিন্ন প্রকার বাজি পটকা ব্যবহার করা হচ্ছে প্রতিমার সাজে। বাজির বারুদ বার করে প্রতিমার সাজে ব্যবহার করা হচ্ছে। মালদা শহরের হাটখোলা সার্বজনীন দুর্গাপুজোর মন্ডপে দেখা যাবে এই আতশবাজির দেবী দুর্গা।
শব্দ দূষণ নিয়ে সচেতন করতে শিল্পীর এমন ভাবনা। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ। এই চিন্তাভাবনা থেকেই মৃৎশিল্পী সুশান্ত সরকারের এমন চিন্তা ভাবনা। আতশবাজি পোড়ানোর ফলে শব্দ দূষণের সাথে বায়ু দূষণ ব্যাপক ভাবে হয়ে থাকে। শব্দবাজি ছাড়াও যে উৎসব হয়, সেই বার্তা দিতেই শিল্পীর এমন চিন্তা ভাবনা। থিমের নাম 'নিঃশব্দে আলোকের ঝর্ণা ধারা'। এই থিমের মাধ্যমে আতশবাজির ক্ষতির দিক গুলো তুলে ধরা হবে। বাজি পটকা দিয়ে দুর্গা প্রতিমা তৈরির পাশাপাশি সচেতনতার বার্তা দিতে থাকছে বিভিন্ন মডেল। শব্দবাজি সংক্রান্ত বিভিন্ন দিক গুলো তুলে ধরা হবে মডেলের মধ্যে দিয়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us