New Update
/anm-bengali/media/post_banners/uM4J0xnPNrhH2zyySOIt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিপুল পরিমাণে সোনা পাচারের ছক বানচাল। জানা গিয়েছে, বুধবার সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করল ডিআরআই। মুম্বই, পাটনা ও দিল্লিতে ৬৫.৪৬ কেজি সোনা বাজেয়াপ্ত করল ডিআরআই। সম্প্রতি পাচার হওয়া সোনাগুলির মধ্যে সবচেয়ে বড় বাজেয়াপ্ত আজ করা হয়েছে। ডিআরআই-এর তরফে জানানো হয়েছে, ডিআরআই প্রায় ৩৩.৪০ কোটি টাকা মূল্যের ৩৯৪ পিস বিদেশী বংশোদ্ভূত সোনার বার বাজেয়াপ্ত করেছে, যা প্রতিবেশী উত্তর-পূর্বাঞ্চলীয় দেশগুলি থেকে পাচার করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us